Ei Je Heri Go Debi (এই যে হেরি গাে দেবী আমারি) - Rabindra Sangeet |
এই যে হেরি গাে দেবী আমারি!
সব কবিতাময় জগত-চরাচর,
সব শােভাময় নেহারি।
ছন্দে উঠিছে চন্দ্রমা, ছন্দে কনক-রবি উদিছে,
ছন্দে জগ-মণ্ডল চলিছে,
জ্বলন্ত কবিতা তারকা সবে;
এ কবিতার মাঝারে তুমি কে গাে দেবী,
আলােকে আলাে আঁধারি।
আজি মলয় আকুল,বনে বনে এ কী গীত গাহিছে,
ফুল কহিছে প্রাণের কাহিনী,
নব রাগ-রাগিণী উছাসিছে,
এ আনন্দে আজ গীত গাহে মাের হৃদয় সব অবারি।
তুমিই কি দেবী ভারতী,কূপাগুণে অন্ধ আঁখি ফুটালে,
উষা আনিলে প্রাণের আঁধারে,
প্রকৃতির রাগিণী শিখাইলে !
তুমি ধন্য গাে,
রব চিরকাল চরণ ধরি