![]() |
Eso Eso Hey Trisnar Jal (এসাে এসাে হে তৃষ্ণার জল কলকল্ ছলছল্) - Rabindra Sangeet |
এসাে এসাে হে তৃষ্ণার জল, কলকল্ ছলছল্-
ভেদ করাে কঠিনের ক্রূর বক্ষতল কলকল্ ছলছল্॥
এসাে এসাে উৎসস্রোতে গূঢ় অন্ধকার হতে
এসাে হে নির্মল কলকল্ ছলছল্॥
রবিকর রহে তব প্রতীক্ষায়।
তুমি যে খেলার সাথি, সে তােমারে চায়।
তাহারি সােনার তান তােমাতে জাগায় গান,
এসাে হে উজ্জ্বল, কলকল্ ছলছল্ ॥
হাঁকিছে অশান্ত বায়,
'আয়, আয়, আয়।' সে তােমায় খুঁজে যায়।
তাহার মৃদঙ্গরবে করতালি দিতে হবে,
এসাে হে চঞ্চল, কলকল্ ছলছল্॥
মরুদৈত্য কোন্ মায়াবলে
তােমারে করেছে বন্দী পাষাণশৃঙ্খলে।
ভেঙে ফেলে দিয়ে কারা এসাে বন্ধহীন ধারা,
এসাে হে প্রবল, কলকল্ ছলছল ॥