![]() |
Gaane Gaane Tabo (গানে গানে তব বন্ধন যাক টুটে) - Rabindra Sangeet |
গানে গানে তব বন্ধন যাক টুটে
রুদ্ধবাণীর অন্ধকারে কাঁদন জেগে উঠে ।।
বিশ্বকবির চিত্তমাঝে ভুবনবীণা যেথায় বাজে
জীবন তােমার সুরের ধারায় পড়ুক সেথায় লুটে ।।
ছন্দ তােমার ভেঙে গিয়ে দ্বন্দ্ব বাধায় প্রাণে,
অন্তরে আর বাহিরে তাই তান মেলে না তানে।
সুরহারা প্রাণ বিষম বাধা— সেই তাে আঁধি, সেই তাে ধাঁধা-
গান-ভােলা তুই গান ফিরে নে, যাক সে আপদ ছুটে ৷।