![]() |
Gaanguli Mor Shoibaleri (গানগুলি মাের শৈবালেরই দল) - Rabindra Sangeet |
ওরা বন্যাধারায় পথ যে হারায়
উদ্দাম চঞ্চল ॥
ওরা কেনই আসে যায় বা চ'লে, অকারণের হাওয়ায় দোলে-
চিহ্ন কিছুই যায় না রেখে, পায় না কোনাে ফল ।।
ওদের সাধন তাে নাই— কিছু সাধন তাে নাই,
ওদের বাঁধন তাে নাই— কোনাে বাঁধন তাে নাই।
উদাস ওরা উদাস করে গৃহহারা পথের স্বরে,
ভুলে-যাওয়ার স্রোতের 'পরে করে টলােমল।