![]() |
Gagone Gagone Aaponar Mone (গগনে গগনে আপনার মনে) - Rabindra Sangeet |
কী খেলা তব ।
তুমি কত বেশে নিমেষে নিমেষে
নিতুই নব ।।
জটার গভীরে লুকালে রবিরে,
ছায়াপটে আঁকো এ কোন্ ছবি রে ।
মেঘমল্লারে কী বল আমারে
কেমনে কব ।।
বৈশাখী ঝড়ে সে দিনের সেই
অট্টহাসি
গুরুগুরু সুরে কোন্ দূরে দূরে
যায় সে ভাসি।
সে সােনার আলাে শ্যামলে মিশালাে
শ্বেত উত্তরী আজ কেন কালাে ।
লুকালে ছায়ায় মেঘের মায়ায়
কী বৈভব |।।