![]() |
Gahono Raate Shrabonodhaara (গহন রাতে শ্রাবণধারা পড়িছে ঝরে) - Rabindra Sangeet |
গহন রাতে শ্রাবণধারা পড়িছে ঝরে,
কেন গাে মিছে জাগাবে ওরে ।।
এখনাে দুটি আঁখির কোণে যায় যে দেখা
জলের রেখা,
না-বলা বাণী রয়েছে যেন অধর ভরে ।।
নাহয় যেয়াে গুঞ্জরিয়া বীণার তারে
মনের কথা শয়নদ্বারে।
নাহয় রেখাে মালতীকলি শিথিল কেশে
নীরবে এসে,
নাহয় রাখী পরায়ে যেয়াে ফুলের ডােরে।
কেন গাে মিছে জাগাবে ওরে ॥