![]() |
Haawa Laage Gaaner (হাওয়া লাগে গানের পালে) - Rabindra Sangeet |
হাওয়া লাগে গানের পালে—
মাঝি আমার, বােসাে হালে ॥
এবার ছাড়া পেলে বাঁচে,
জীবনতরী ঢেউয়ে নাচে
এই বাতাসের তালে তালে ।।
দিন গিয়েছে, এল রাতি,
নাই কেহ মাের ঘাটের সাথি।
কাটো বাঁধন, দাও গাে ছাড়ি—
তারার আলােয় দেব পাড়ি,
সুর জেগেছে যাবার কালে ।।