![]() |
Haay Atithi Ekhoni (হায় অতিথি এখনি কি হল তােমার যাবার বেলা) - Rabindra Sangeet |
হায় অতিথি, এখনি কি হল তােমার যাবার বেলা ।
দেখাে আমার হৃদয়তলে সারা রাতের আসন মেলা ।।
এসেছিলে দ্বিধাভরে কিছু বুঝি চাবার তরে,
নীরব চোখে সন্ধ্যালােকে খেয়াল নিয়ে করলে খেলা।
জানালে না গানের ভাষায় এনেছিলে যে প্রত্যাশা।
শাখার আগায় বসল পাখি, ভুলে গেল বাঁধতে বাসা ।
দেখা হল, হয় নি চেনা— প্রশ্ন ছিল, শুধালে না—
আপন মনের আকাঙ্ক্ষারে আপনি কেন করলে হেলা ৷।