![]() |
Hey Nutan Dekha Dik (হে নূতন দেখা দিক) - Rabindra Sangeet |
দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ ।।
তােমার প্রকাশ হােক কুহেলিকা করি উদঘাটন
সূর্যের মতন।
রিক্ততার বক্ষ ভেদি আপনারে করাে উন্মােচন
ব্যক্ত হােক জীবনের জয়,
ব্যক্ত হােক তােমামাঝে অসীমের চিরবিস্ময়।
উদয়দিগন্তে শঙ্খ বাজে, মাের চিত্তমাঝে
চিরনূতনেরে দিল ডাক
পঁচিশে বৈশাখ ।।