Heri Tabo Bimalomukhobhaati (হেরি তব বিমলমুখভাতি দূর হল গহন দুখরাতি) - Rabindra Sangeet

Heri Tabo Bimalomukhobhaati (হেরি তব বিমলমুখভাতি দূর হল গহন দুখরাতি) - Rabindra Sangeet
Heri Tabo Bimalomukhobhaati (হেরি তব বিমলমুখভাতি দূর হল গহন দুখরাতি) - Rabindra Sangeet

হেরি তব বিমলমুখভাতি দূর হল গহন দুখরাতি ।
ফুটিল মন প্রাণ মম তব চরণলালসে, দিনু হৃদয়কমলদল পাতি ৷
তব নয়নজ্যোতিকণা লাগি তরুণ রবিকিরণ উঠে জাগি ।
নয়ন খুলি বিশ্বজন বদন তুলি চাহিল তব দরশপরশসুখ মাগি ।
গগনতল মগন হল শুভ্র তব হাসিতে,
উঠিল ফুটি কত কুসুমপাঁতি— হেরি তব বিমলমুখভাতি ।।
ধ্বনিত বন বিহগকলতানে, গীত সব ধায় তব পানে ।
পূর্বগগনে জগত জাগি উঠি গাহিল, পূর্ণ সব তব রচিত গানে।
প্রেমরস পান করি গান করি কাননে
উঠিল মন প্রাণ মম মাতি— হেরি তব বিমলমুখভাতি ।।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts