![]() |
Hey Kountiyo (হে কৌন্তেয়) - Rabindra Sangeet |
ভালাে লেগেছিল ব'লে
তব করযুগে সখী দিয়েছিল ভরি
সৌন্দর্যের ডালি,
নন্দনকানন হতে পুষ্প তুলে এনে
বহু সাধনায় ।
যদি সাঙ্গ হল পূজা,
তবে আজ্ঞা করাে প্রভু,
নির্মাল্যের সাজি
থাক্ পড়ে মন্দির-বাহিরে।
এইবার প্রসন্ন নয়নে চাও
সেবিকার পানে।