Hey Nirupoma Gaane Jodi (হে নিরুপমা গানে যদি) - Rabindra Sangeet

Hey Nirupoma Gaane Jodi (হে নিরুপমা গানে যদি) - Rabindra Sangeet
Hey Nirupoma Gaane Jodi (হে নিরুপমা গানে যদি) - Rabindra Sangeet

গানে যদি লাগে বিহ্বল তান করিয়াে ক্ষমা ।।
ঝরােঝরাে ধারা আজি উতরােল, নদীকূলে-কূলে উঠে কল্লোল,
বনে বনে গাহে মর্মরস্বরে নবীন পাতা ।
সজল পবন দিশে দিশে তােলে বাদলগাথা ।।
হে নিরুপমা,
চপলতা আজি যদি ঘটে তবে করিয়াে ক্ষমা ।
এল বরষার সঘন দিবস, বনরাজি আজি ব্যাকুল বিবশ,
বকুলবীথিকা মুকুলে মত্ত কানন-'পরে ।
নবকদম্ব মদির গন্ধে আকুল করে ।।
হে নিরুপমা,
চপলতা আজি যদি ঘটে তবে করিয়াে ক্ষমা ।
তােমার দুখানি কালাে আঁখি-'পরে বরষার কালাে ছায়াখানি পড়ে,
ঘন কালাে তব কুঞ্চিত কেশে যূথীর মালা।
তােমার চরণে নববরষার বরণডালা ।।
হে নিরুপমা,
আঁখি যদি আজ করে অপরাধ, করিয়াে ক্ষমা ।
হেরাে আকাশের দূর কোণে কোণে বিজুলি চমকি ওঠে খনে খনে,
দ্রুত কৌতুকে তব বাতায়নে কী দেখে চেয়ে।
অধীর পবন কিসের লাগিয়া আসিছে ধেয়ে ।।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts