Hingsay Unmatto Prithwi (হিংসায় উন্মত্ত পৃথী নিত্য নিঠুর দ্বন্দ্ব) - Rabindra Sangeet

Hingsay Unmatto Prithwi (হিংসায় উন্মত্ত পৃথী নিত্য নিঠুর দ্বন্দ্ব) - Rabindra Sangeet
Hingsay Unmatto Prithwi (হিংসায় উন্মত্ত পৃথী নিত্য নিঠুর দ্বন্দ্ব) - Rabindra Sangeet

হিংসায় উন্মত্ত পৃথী, নিত্য নিঠুর দ্বন্দ্ব;
ঘাের কুটিল পন্থ তার, লােভজটিল বন্ধ ।।
নূতন তব জন্ম লাগি কাতর যত প্রাণী—
কর' ত্রাণ মহাপ্রাণ, আন' অমৃতবাণী,
বিকশিত কর' প্রেমপদ্ম চিরমধুনিষ্যন্দ।
শান্ত হে, মুক্ত হে, হে অনন্তপুণ্য,
করুণাঘন, ধরণীতল কর' কলঙ্কশূন্য।
এস' দানবীর, দাও ত্যাগকঠিন দীক্ষা ।
মহাভিক্ষু, লও সবার অহঙ্কারভিক্ষা ।
লােক লােক ভুলুক শােক, খণ্ডন কর' মােহ,
উজ্জ্বল হােক জ্ঞানসূর্য-উদয়সমারােহ-
প্রাণ লভুক সকল ভুবন, নয়ন লভুক অন্ধ ।
শান্ত হে, মুক্ত হে, হে অনন্তপুণ্য,
করুণাঘন, ধরণীতল কর' কলঙ্কশূন্য।
ক্রন্দনময় নিখিলহৃদয় তাপদহনদীপ্ত
বিষয়বিষবিকারজীর্ণ ভিন্ন অপরিতৃপ্ত ।
দেশ দেশ পরিল তিলক রক্তকলুষগ্লানি,
তব মঙ্গলশঙ্খ আন' তব দক্ষিণপাণি—
তব শুভসঙ্গীতরাগ, তব সুন্দর ছন্দ।
শান্ত হে, মুক্ত হে, হে অনন্তপুণ্য,
করুণাঘন, ধরণীতল কর' কলঙ্কশূন্য ।।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts