![]() |
| Hriday Aamar Naache (হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতাে নাচে রে) - Rabindra Sangeet |
হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতাে নাচে রে ।
শত বরনের ভাব-উচ্ছ্বাস কলাপের মতাে করেছে বিকাশ,
আকুল পরান আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচে রে ।।
ওগাে, নির্জনে বকুলশাখায় দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে ৷।
ঝরকে ঝরকে ঝরিছে বকুল, আঁচল আকাশে হতেছে আকুল,
উড়িয়া অলক ঢাকিছে পলক— কবরী খসিয়া খুলিছে ।
ঝরে ঘনধারা নবপল্লবে, কাঁপিছে কানন ঝিল্লির রবে—
তীর ছাপি নদী কলকল্লোলে এল পল্লির কাছে রে ।।
