Hridoybedona Bahiya (হৃদয়বেদনা বহিয়া প্রভু এসেছি তব দ্বারে) - Rabindra Sangeet

Hridoybedona Bahiya (হৃদয়বেদনা বহিয়া প্রভু এসেছি তব দ্বারে) - Rabindra Sangeet
Hridoybedona Bahiya (হৃদয়বেদনা বহিয়া প্রভু এসেছি তব দ্বারে) - Rabindra Sangeet

হৃদয়বেদনা বহিয়া, প্রভু, এসেছি তব দ্বারে ।
তুমি অন্তর্যামী হৃদয়স্বামী, সকলই জানিছ হে—
যত দুঃখ লাজ দারিদ্র্য সঙ্কট আর জানাইব করে ?।
অপরাধ কত করেছি, নাথ, মােহপাশে প'ড়ে-
তুমি ছাড়া, প্রভু, মার্জনা কেহ করিবে না সংসারে ।।
সব বাসনা দিব বিসর্জন তােমার প্রেমপাথারে,
সব বিরহ বিচ্ছেদ ভুলিব তব মিলন-অমৃতধারে ।
আর আপন ভাবনা পারি না ভাবিতে, তুমি লহাে মাের ভার-
পরিশ্রান্ত জনে, প্রভু, লয়ে যাও সংসারসাগরপারে ।।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts