![]() |
| Jaage Naath Jochhonaraate (জাগে নাথ জোছনারাতে) - Rabindra Sangeet |
জাগাে, রে অন্তর, জাগাে ।।
তাঁহারি পানে চাহাে মুগ্ধপ্রাণে
নিমেষহারা আঁখিপাতে ।।
নীরব চন্দ্রমা নীরব তারা নীরব গীতরসে হল হারা-
জাগে বসুন্ধরা, অম্বর জাগে রে-
জাগে রে সুন্দর সাথে ।।
