![]() |
| Jaage Ni Ekhono Jaage Ni (জাগে নি এখনাে জাগে নি) - Rabindra Sangeet |
রসাতলবাসিনী নাগিনী।
বাজ বাজ বাজ বাঁশি, বাজ রে
মহাভীমপাতালী রাগিণী,
জেগে ওঠু মায়াকালী নাগিনী-
ওরে মাের মন্ত্রে কান দে-
টান দে, টান দে, টান দে, টান দে।
বিষগর্জনে ওকে ডাক দে
পাক দে, পাক দে, পাক দে,পাক দে।
গহবর হতে তুই বার হ,
সপ্তসমুদ্র পার হ।
বেঁধে তারে আন্ রে-
টান্ রে, টান্ রে, টান রে, টান্ রে।
নাগিনী জাগল, জাগল, জাগল-
পাক দিতে ওই লাগল, লাগল, লাগল-
মায়াটান ওই টানল, টানল, টানল।
বেঁধে আনল, বেঁধে আনল, বেঁধে আনল।।
এইবার নৃত্যে করাে আহ্বান-
ধর্ তােরা গান।
আয় তােরা যোগ দিবি আয়
যােগিনীর দল।
আয় তােরা আয়,
আয় তােরা আয়,
আয় তােরা আয় ॥
