![]() |
| Jagot Jure Udaar Sure (জগৎ জুড়ে উদার সুরে আনন্দগান বাজে) - Rabindra Sangeet |
জগৎ জুড়ে উদার সুরে আনন্দগান বাজে,
সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া-মাঝে ।।
বাতাস জল আকাশ আলাে সবারে কবে বাসিব ভালাে,
হৃদয়সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে ।।
নয়নদুটি মেলিলে কবে পরান হবে খুশি,
যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি।
রয়েছ তুমি, এ কথা কবে জীবন-মাঝে সহজ হবে,
আপনি কবে তােমারি নাম ধ্বনিবে সব কাজে ।।
