![]() |
Jakhon Bhaanglo Milano-Mela (যখন ভাঙল মিলন-মেলা) - Rabindra Sangeet |
ভেবেছিলুম ভুলব না আর চক্ষের জল ফেলা ।।
দিনে দিনে পথের ধুলায় মালা হতে ফুল ঝরে যায়-
জানি নে তাে কখন এল বিস্মরণের বেলা ।
দিনে দিনে কঠিন হল কখন বুকের তল-
ভেবেছিলেম ঝরবে না আর আমার চোখের জল।
হঠাৎ দেখা পথের মাঝে, কান্না তখন থামে না যে-
ভােলার তলে তলে ছিল অশ্রুজলের খেলা ।।