Je Bhaalobasuk Se (যে ভালােবাসুক সে ভালােবাসুক সজনি লাে, আমরা কে) - Rabindra Sangeet |
যে ভালােবাসুক সে ভালােবাসুক সজনি লাে, আমরা কে!
দীনহীন এই হৃদয় মােদের কাছেও কি কেহ ডাকে ।।
তবে কেন বলাে ভেবে মরি মােরা কে কাহারে ভালােবাসে!
আমাদের কিবা আসে যায় বলাে কেবা কাঁদে কেবা হাসে!
আমাদের মন কেহই চাহে না, তবে মনখানি লুকানাে থাক্-
প্রাণের ভিতরে ঢাকিয়া রাখ ৷
যদি, সখী, কেহ ভুলে মনখানি লয় তুলে,
উলটি-পালটি ক্ষণেক ধরিয়া পরখ করিয়া দেখিতে চায়,
তখনি ধূলিতে ছুঁড়িয়া ফেলিবে নিদারুণ উপেখায়।
কাজ কী লাে, মন লুকানাে থাক্, প্রাণের ভিতরে ঢাকিয়া রাখ্-
হাসিয়া খেলিয়া ভাবনা ভুলিয়া হরষে প্রমোদে মাতিয়া থাক্ ৷।