![]() |
Je Din Sakol Mukul (যে দিন সকল মুকুল গেল ঝরে) - Rabindra Sangeet |
যে দিন সকল মুকুল গেল ঝরে
আমায় ডাকলে কেন গাে, এমন করে ।।
যেতে হবে যে পথে বেয়ে শুকনো পাতা আছে ছেয়ে,
হাতে আমার শূন্য ডালা কী ফুল দিয়ে দেবাে ভরে ।।
গানহারা মাের হৃদয়তলে
তােমার ব্যাকুল বাঁশি কী যে বলে।
নেই আয়ােজন, নেই মম ধন, নেই আভরণ, নেই আবরণ-
রিক্ত বাহু এই তাে আমার বাঁধবে তােমায় বাহুডােরে ৷।