![]() |
| Je Dhrubopado Diyechho (যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি বিশ্বতানে) - Rabindra Sangeet |
যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি বিশ্বতানে
মিলাব তাই জীবনগানে ৷।
গগনে তব বিমল নীল- হৃদয়ে লব তাহারি মিল,
শান্তিময়ী গভীর বাণী নীরব প্রাণে ।।
বাজায় উষা নিশীথকুলে যে গীতভাষা
সে ধ্বনি নিয়ে জাগিবে মাের নবীন আশা।
ফুলের মতাে সহজ সুরে প্রভাতে মম উঠিবে পূরে,
সন্ধ্যা মম সে সুরে যেন মরিতে জানে ৷।
