![]() |
Je Phul Jhare Sei (যে ফুল ঝরে সেই তাে ঝরে, ফুল তাে থাকে ফুটিতে) - Rabindra Sangeet |
যে ফুল ঝরে সেই তাে ঝরে, ফুল তাে থাকে ফুটিতে-
বাতাস তারে উড়িয়ে নে যায়, মাট মেশায় মাটিতে ৷।
গন্ধ দিলে, হাসি দিলে, ফুরিয়ে গেল খেলা।
ভালােবাসা দিয়ে গেল, তাই কি হলাফেলা ।।