![]() |
Je Knaadone Hiya Knaadichhe (যে কাঁদনে হিয়া কাঁদিছে সে কাঁদনে সেও কাঁদিল) - Rabindra Sangeet |
যে কাঁদনে হিয়া কাঁদিছে সে কাঁদনে সেও কাঁদিল।
যে বাঁধনে মােরে বাঁধিছে সে বাঁধনে তারে বাঁধিল ৷।
পথে পথে তারে খুঁজিনু, মনে মনে তারে পূজিনু,
সে পূজার মাঝে লুকায়ে আমারেও সে যে সাধিল ।।
এসেছিল মন হরিতে মহাপারাবার পারায়ে।
ফিরিল না আর তরীতে, আপনারে গেল হারায়ে।
তারি আপনারই মাধুরী আপনারে করে চাতুরী,
ধরিবে কি ধরা দিবে সে কী ভাবিয়া ফাঁদ ফাঁদিল ।।