Jodi Tomar Dekha Na Paai (যদি তােমার দেখা না পাই প্রভু, এবার এ জীবনে) - Rabindra Sangeet

Jodi Tomar Dekha Na Paai (যদি তােমার দেখা না পাই প্রভু, এবার এ জীবনে) - Rabindra Sangeet
Jodi Tomar Dekha Na Paai (যদি তােমার দেখা না পাই প্রভু, এবার এ জীবনে) - Rabindra Sangeet

যদি তােমার দেখা না পাই প্রভু, এবার এ জীবনে
তবে তােমায় আমি পাই নি যেন সে কথা রয় মনে।
যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে ।।
এ সংসারের হাটে
আমার যতই দিবস কাটে,
আমার যতই দু হাত ভরে উঠে ধনে,
তবু কিছুই আমি পাই নি যেন সে কথা রয় মনে।
যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে ।।
যদি আলসভরে
আমি বসি পথের 'পরে,
যদি ধুলায় শয়ন পাতি সযতনে,
যেন সকল পথই বাকি আছে সে কথা রয় মনে।
যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে।
যতই উঠে হাসি,
ঘরে যতই বাজে বাঁশি,
ওগাে যতই গৃহ সাজাই আয়ােজনে,
যেন তােমায় ঘরে হয় নি আনা সে কথা রয় মনে।
যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে ।।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts