Jodi Tor Bhaabna Thaake (যদি তাের ভাবনা থাকে ফিরে যা-না) - Rabindra Sangeet

Jodi Tor Bhaabna Thaake (যদি তাের ভাবনা থাকে ফিরে যা-না) - Rabindra Sangeet
Jodi Tor Bhaabna Thaake (যদি তাের ভাবনা থাকে ফিরে যা-না) - Rabindra Sangeet

যদি তাের ভাবনা থাকে ফিরে যা-না। তবে তুই ফিরে যা-না।
যদি তাের ভয় থাকে তাে করি মানা ।।
যদি তাের ঘুম জড়িয়ে থাকে গায়ে ভুলবি যে পথ পায়ে পায়ে,
যদি তাের হাত কাঁপে তাে নিবিয়ে আলাে সবারে করবি কানা ।।
যদি তাের ছাড়তে কিছু না চাহে মন করিস ভারী বাঝা আপন-
তবে তুই সইতে কভু পারবি নে রে এ বিষম পথের টানা ।।
যদি তাের আপনা হতে অকারণে সুখ সদা না জাগে মনে
তবে তুই তর্ক ক'রে সকল কথা করিবি নানাখানা ।।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts