Kaachhe Chhile Dure 2 (কাছে ছিলে দূরে গেলেদূর- হতে এসাে কাছে) - Rabindra Sangeet |
কাছে ছিলে, দূরে গেলেদূর- হতে এসাে কাছে।
ভুবন ভ্রমিলে তুমি-সে এখনাে বসে আছে।।
ছিল না প্রেমের আলাে, চিনিতে পারাে নি ভালাে-
এখন বিরহানলে প্রেমানল জ্বলিয়াছে।
জটিল হয়েছে জাল, প্রতিকূল হল কাল-
উন্মাদ তানে তানে কেটে গেছে তাল।
কে জানে তােমার বীণা সুরে ফিরে যাবে কি না-
নিঠুর বিধির টানে তার ছিড়ে যায় পাছে ।।