Kaaj Bholabar Ke Go (কাজ ভোলাবার কে গাে তােরা) - Rabindra Sangeet |
কাজ ভোলাবার কে গাে তােরা!
রঙিন সাজে কে যে পাঠায়
কোন্ সে ভুবন-মনাে-চোরা!
কঠিন পাথর সারে সারে
দেয় পাহারা গুহার দ্বারে,
হাসির ধারায় ডুবিয়ে তারে
ঝরাও রসের সুধা-ঝারা!
স্বপন-তরীর তােরা নেয়ে
লাগল প্রাণে নেশার হাওয়া,
পাগলা পরান চলে গেয়ে।
কোন্ উদাসীর উপবনে
বাজল বাঁশি ক্ষণে ক্ষণে,
ভুলিয়ে দিল ঈশান কোণে
ঝঞ্ঝা ঘনায় ঘনঘােরা।