Kaal sakale utthbo (কাল সকালে উঠব মােরা) - Rabindra Sangeet |
কাল সকালে উঠব মােরা
যাব নদীর কূলে-
শিব গড়িয়ে করব পুজো,
আনব কুসুম তুলে।
মােরা ভােরের বেলা গাঁথব মালা
দুলব সে দোলায়।
বাজিয়ে বাঁশি গান গাহিব
বকুলের তলায়।
না ভাই , কাল সকালে মায়ের কাছে
নিয়ে যাব ধরে-
মা বলেছে ঋষির সাজে
সাজিয়ে দেবে তােরে।
সন্ধ্যা হয়ে এল যে ভাই ,
এখন যাই ফিরে-
একলা আছেন অন্ধ পিতা
আঁধার কুটিরে ৷।