Kaalo Megher Ghota (কালো মেঘের ঘটা ঘনায় রে আঁধার গগনে) - Rabindra Sangeet |
কালো মেঘের ঘটা ঘনায় রে আঁধার গগনে,
ঝরে ধারা ঝরােঝরাে গহন বনে।
এত দিনে বাঁধন টুটে কুঁড়ি তােমার উঠল ফুটে
বাদল-বেলার বরিষনে।
ওগাে, এবার তুমি জাগাে জাগাে-
যেন এই বেলাটি হারায় না গাে।
অশ্রুভরা কোন্ বাতাসে গন্ধে যে তার ব্যথা আসে-
আর কি গাে সে রয় গােপনে ॥