Kakhon Je Basanto Gelo (কখন যে বসন্ত গেল এবার হল না গান) - Rabindra Sangeet |
কখন যে বসন্ত গেল, এবার হল না গান।
কখন বকুলমূল ছেয়েছিল ঝরা ফুল,
কখন যে ফুল-ফোটা হয়ে গেল অবসান ৷।
এবার বসন্তে কি রে যুঁথিগুলি জাগে নি রে-
অলিকুল গুঞ্জরিয়া করে নি কি মধুপান।
এবার কি সমীরণ জাগায় নি ফুলবন-
সাড়া দিয়ে গেল না তাে, চলে গেল ম্রিয়মাণ ।।
বসন্তের শেষ রাতে এসেছি যে শূন্য হাতে-
এবার গাঁথি নি মালা, কী তােমারে করি দান।
কাঁদিছে নীরব বাঁশি, অধরে মিলায় হাসি-
তােমার নয়নে ভাসে ছলােছলা অভিমান ।।