Kothay Aalo Kothay (কোথায় আলাে, কোথায় ওরে আলাে) - Rabindra Sangeet

Kothay Aalo Kothay (কোথায় আলাে, কোথায় ওরে আলাে) - Rabindra Sangeet
Kothay Aalo Kothay (কোথায় আলাে, কোথায় ওরে আলাে) - Rabindra Sangeet

বিরহানলে জ্বালাে রে তারে জ্বালাে।
রয়েছে দীপ না আছে শিখা,
এই কি ভালে ছিল রে লিখা-
ইহার চেয়ে মরণ সে যে ভালাে।
বিরহানলে প্রদীপখানি জ্বালাে॥
বেদনাদূতী গাহিছে, 'ওরে প্রাণ,
তােমার লাগি জাগেন ভগবান।
নিশীথে ঘন অন্ধকারে
ডাকেন তােরে প্রেমাভিসারে,
দুঃখ দিয়ে রাখেন তাের মান।
তােমার লাগি জাগেন ভগবান।
গগনতল গিয়েছে মেঘে ভরি,
বাদল-জল পড়িছে ঝরি ঝরি।
এ ঘাের রাতে কিসের লাগি
পরান মম সহসা জাগি
এমন কেন করিছে মরি মরি।
বাদল-জল পড়িছে ঝরি ঝরি।
বিজুলি শুধু ক্ষণিক আভা হানে,
নিবিড়তর তিমির চোখে আনে।
জানি না কোথা অনেক দূরে
বাজিল প্রাণ গভীর সুরে,
সকল গান টানিছে পথপানে।
নিবিড়তর তিমির চোখে আনে।
কোথায় আলাে, কোথায় ওরে আলা!
বিরহানলে জ্বালাে রে তারে জ্বালাে।
ডাকিছে মেঘ, হাঁকিছে হাওয়া,
সময় গেলে হবে না যাওয়া,
নিবিড় নিশা নিকষঘন কালাে।
পরান দিয়ে প্রেমের দীপ জ্বালাে ।।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts