![]() |
Kotthin Bedonaar Taapos (কঠিন বেদনার তাপস দোঁহে যাও চিরবিরহের সাধনায়) - Rabindra Sangeet |
কঠিন বেদনার তাপস দোঁহে যাও চিরবিরহের সাধনায়।
ফিরাে না, ফিরাে না, ভুলাে না মােহে।
গভীর বিষাদের শান্তি পাও হৃদয়ে,
জয়ী হও অন্তরবিদ্রোহে ।।
যাক পিয়াসা, ঘুচুক দুরাশা, যাক মিলায়ে কামনাকুয়াশা।
স্বপ্ন-আবেশ-বিহীন পথে যাও বাঁধনহারা
তাপবিহীন মধুর স্মৃতি নীরবে ব'হে ।।