![]() |
Megh Bolechhe Jaabo Jaabo (মেঘ বলেছে 'যাব যাব', রাত বলেছে 'যাই') - Rabindra Sangeet |
মেঘ বলেছে 'যাব যাব', রাত বলেছে 'যাই',
সাগর বলে 'কূল মিলেছে আমি তো আর নাই' ।।
দুঃখ বলে 'রইনু চুপে তাঁহার পায়ের চিহ্নরূপে',
আমি বলে 'মিলাই আমি আর কিছু না চাই' ।।
ভুবন বলে 'তােমার তরে আছে বরণমালা',
গগন বলে 'তােমার তরে লক্ষ প্রদীপ জ্বালা'।
প্রেম বলে যে 'যুগে যুগে তােমার লাগি আছি জেগে',
মরণ বলে 'আমি তােমার জীবনতরী বাই' ।।