![]() |
| Nayon Chere Gele Chole (নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল-মাঝে) - Rabindra Sangeet |
নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল-মাঝে-
তােমায় আমি হারাই যদি তুমি হারাও না যে ।।
ফুরায় যবে মিলনরাতি তবু চির সাথের সাথি
ফুরায় না তাে তােমায় পাওয়া, এসাে স্বপনসাজে ।।
তােমার সুধারসের ধারা গহনপথে এসে
ব্যথারে মাের মধুর করি নয়নে যায় ভেসে।
শ্রবণে মাের নব নব শুনিয়েছিলে যে সুর তব
বীণা থেকে বিদায় নিল, চিত্তে আমার বাজে ।।
