![]() |
| Nayaan Bhaasilo Jale (নয়ান ভাসিল জলে) - Rabindra Sangeet |
শূন্য হিয়াতলে ঘনাইল নিবিড় সজল ঘন প্রসাদপবনে,
জাগিল রজনী হরষে হরষে রে ॥
তাপহরণ তৃষিতশরণ জয় তাঁর দয়া গাও রে।
জাগাে রে আনন্দে চিতচাতক জাগাে-
মৃদু মৃদু মধু মধু প্রেম বরষে বরষে রে॥
