![]() |
O Je Mane Na Mana (ও যে মানে না মানা) - Rabindra Sangeet |
আঁখি ফিরাইলে বলে, 'না, না, না।'
যত বলি 'নাই রাতি- মলিন হয়েছে বাতি'
মুখপানে চেয়ে বলে, 'না, না, না।'
বিধুর বিকল হয়ে খেপা পবনে
ফাগুন করিছে হাহা ফুলের বনে।
আমি যত বলি 'তবে এবার যে যেতে হবে।
দুয়ারে দাঁড়ায়ে বলে, 'না, না, না।