![]() |
O Jonaki Ki Sukhe Oi (ও জোনাকী,কী সুখে ওই ডানা দুটি মেলেছ) - Rabindra Sangeet |
ও জোনাকী,কী সুখে ওই ডানা দুটি মেলেছ।
আঁধার সাঁঝে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছ॥
তুমি নও তাে সূর্য, নও তাে চন্দ্র, তােমার তাই ব'লে কি কম আনন্দ।
তুমি আপন জীবন পূর্ণ ক'রে আপন আলাে জ্বেলেছ॥
তােমার যা আছে তা তােমার আছে, তুমি নও গাে ঋণী কারাে কাছে,
তােমার অন্তরে যে শক্তি আছে তারি আদেশ পেলেছ।
তুমি আঁধার-বাঁধন ছাড়িয়ে ওঠ, তুমি ছােটো হয়ে নও গাে ছােটো,
জগতে যেথায় যত আলাে সবায় আপন ক'রে ফেলেছ ॥