Ore Bhai Phagun Legechhe (ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে) - Rabindra Sangeet |
ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে-
ডালে ডালে ফুলে ফুলে পাতায় পাতায় রে,
আড়ালে আড়ালে কোণে কোণে ॥
রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস-
যেন চল-চঞ্চল নব পল্লবদল মর্মরে মোর মনে মনে ॥
হেরাে হেরাে অবনীর রঙ্গ,
গগনের করে তপােভঙ্গ।
হাসির আঘাতে তার মৌন রহে না আর,
কেঁপে কেঁপে ওঠে খনে খনে।
বাতাস ছুটিছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে।
তাই বুঝি বারে বারে কুঞ্জের দ্বারে দ্বারে
শুধায়ে ফিরিছে জনে জনে ৷৷