Ore Bokul Parul Ore 2 (ওরে বকুল পারুল, ওরে শালপিয়ালের বন) - Rabindra Sangeet

Ore Bokul Parul Ore 2 (ওরে বকুল পারুল, ওরে শালপিয়ালের বন) - Rabindra Sangeet
Ore Bokul Parul Ore 2 (ওরে বকুল পারুল, ওরে শালপিয়ালের বন) - Rabindra Sangeet


ওরে বকুল পারুল, ওরে শালপিয়ালের বন,
কোনখানে আজ পাই
আমার মনের মতাে ঠাঁই
যেথায় আমার ফাগুন ভরে দেব দিয়ে আমার মন,
দিয়ে আমার সকল মন ৷৷
সারা গগনতলে তুমুল রঙের কোলাহলে
তােদের মাতামাতির নেই যে বিরাম কোথাও অনুক্ষণ,
নেই একটি বিরল ক্ষণ
যেথায় আমার ফাগুন ভরে দেব দিয়ে আমার মন,
দিয়ে আমার সকল মন ৷৷
ওরে বকুল পারুল, ওরে শালপিয়ালের বন,
আকাশ নিবিড় করে
তােরা দাঁড়াস নে ভিড় করে
আমি চাই নে এমন গন্ধ রঙের বিপুল আয়ােজন।
অকূল অবকাশে
যেথায় স্বপ্নকমল ভাসে
এমন দে আমারে একটি আমার গগন-জোড়া কোণ,
যেথায় আমার ফাগুন ভরে দেব দিয়ে আমার মন-
দিয়ে আমার সকল মন৷৷

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts