Ore Jete Habe Ar Deri Nai (ওরে, যেতে হবে, আর দেরি নাই) - Rabindra Sangeet |
পিছিয়ে পড়ে রবি কত, সঙ্গীরা যে গেল সবাই ৷।
আয় রে ভবের খেলা সেরে, আঁধার করে এসেছে রে,
পিছন ফিরে বারে বারে কাহার পানে চাহিস রে ভাই।।
খেলতে এল ভবের নাটে নতুন লাকে নতুন খেলা।
হেথা হতে আয় রে সরে, নইলে তারে মারবে ঢেলা।
নামিয়ে দে রে প্রাণের বােঝা, আরেক দেশে চল্ রে সােজা-
সেথা নতুন করে বাঁধবি বাসা,
নতুন খেলা খেলবি সে ঠাঁই ৷।