Ore Nuton Juger Bhore (ওরে, নূতন যুগের ভােরে) - Rabindra Sangeet |
দিস নে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে ।।
কী রবে আর কী রবে না, কী হবে আর কী হবে না
ওরে হিসাবি,
এ সংশয়ের মাঝে কি তাের ভাবনা মিশাবি?।
যেমন করে ঝর্না নামে দুর্গম পর্বতে
নির্ভাবনায় ঝাঁপ দিয়ে পড় অজানিতের পথে।
জাগবে ততই শক্তি যতই হানবে তোরে মানা,
অজানাকে বশ ক'রে তুই করবি আপন জানা।
চলায় চলায় বাজবে জয়ের ভেরী -
পায়ের বেগেই পথ কেটে যায়, করিস নে আর দেরি।।