Ottho Ottho Re Biphale (ওঠো ওঠো রে-বিফলে প্রভাত বহে যায় যে) - Rabindra Sangeet |
ওঠো ওঠো রে-বিফলে প্রভাত বহে যায় যে।
মেলাে আঁখি, জাগাে জাগাে, থেকো না রে অচেতন ॥
সকলেই তাঁর কাজে ধাইল জগতমাঝে,
জাগিল প্রভাতবায়ু, ভানু ধাইল আকাশপথে ॥
একে একে নাম ধরে ডাকিছেন বুঝি প্রভু-
একে একে ফুলগুলি তাই ফুটিয়া উঠিছে বনে।
শুন সে আহ্বানবাণী, চাহাে সেই মুখপানে-
তাঁহার আশিস লয়ে
চলাে রে যাই সবে তাঁর কাজে ॥