![]() |
Aachho Aapan Mohima (আছ আপন মহিমা লয়ে মাের গগনে রবি) - Rabindra Sangeet |
আছ আপন মহিমা লয়ে মাের গগনে রবি,
আঁকিছ মাের মেঘের পটে তব রঙেরই ছবি ॥
তাপস, তুমি ধেয়ানে তব কী দেখ মোরে কেমনে কব-
তােমার জটে আমি তােমারি ভাবের জাহ্নবী ॥
তােমারি সােনা বােঝাই হল, আমি তাে তার ভেলা।
নিজেরে তুমি ভােলাবে ব'লে আমারে নিয়ে খেলা।
কণ্ঠে মম কী কথা শোন অর্থ আমি বুঝি না কোনাে-
বীণাতে মাের কাঁদিয়া ওঠে তােমারি ভরবী ॥