Aaj Dokhin Baatase (আজ দখিন-বাতাসে) - Rabindra Sangeet

Aaj Dokhin Baatase (আজ দখিন-বাতাসে) - Rabindra Sangeet
Aaj Dokhin Baatase (আজ দখিন-বাতাসে) - Rabindra Sangeet

নাম-না-জানা কোন্ বনফুল ফুটল বনের ঘাসে।
'ও মাের পথের সাথী,পথে পথে গোপনে যায় আসে ।
কৃষ্ণচূড়া চূড়ায় সাজে,বকুল তােমার মালার মাঝে,
শিরীষ তােমার ভরবে সাজি ফুটেছে সেই আশে।
'এ মাের পথের বাঁশির সুরে সুরে লুকিয়ে কাঁদে হাসে।
ওরে দেখ বা নাই দেখ, ওরে যাও বা না-যাও ভুলে।
ওরে নাই-বা দিলে দোলা, ওরে নাই-বা নিলে তুলে।
সভায় তােমার ও কেহ নয়,ওর সাথে নেই ঘরের প্রণয়,
যাওয়া-আসার আভাস নিয়ে রয়ছে একপাশে।
'ওগাে ওর সাথে মাের প্রাণের কথা নিশ্বাসে নিশ্বাসে ।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts