![]() |
Aaj Sobai Jute Aasuk (আজ সবাই জুটে আসুক ছুটে যে যেখানে থাকে) - Rabindra Sangeet |
আজ সবাই জুটে আসুক ছুটে যে যেখানে থাকে-
এবার যার খুশি সে বাঁধন কাটুক, আমরা বাঁধব মাকে।
আমরা পরান দিয়ে আপন করে বাঁধব তাঁরে সত্যডােরে,
সন্তানেরই বাহুপাশে বাঁধব লক্ষ পাকে।
আজ ধনী গরিব সবাই সমান। আয় রে হিন্দু, আয় মুসলমান-
আজকে সকল কাজ পড়ে থাক, আয় রে লাখে লাখে।
আজ দাও গাে সবার দুয়ার খুলে, যাও গাে সকল ভাবনা ভুলে-
সকল ডাকের উপরে আজ মা আমাদের ডাকে ॥