![]() |
Aaji Bohichhe Basonto (আজি বহিছে বসন্তপবন সুমন্দ তােমারি সুগন্ধ হে) - Rabindra Sangeet |
আজি বহিছে বসন্তপবন সুমন্দ তােমারি সুগন্ধ হে।
কত আকুল প্রাণ আজি গাহিছে গান, চাহে তােমারি পানে আনন্দে হে॥
জ্বলে তােমার আলােক দ্যুলােকভূলোকে গগন-উৎসবপ্রাঙ্গণে -
চিরজ্যোতি পাইছে চন্দ্র তারা, আঁখি পাইছে অন্ধ হে॥
তব মধুরমুখভাতিবিহসিত প্রেমবিকশিত অন্তরে
কত ভকত ডাকিছে, 'নাথ, যাচি দিবসরজনী তব সঙ্গ হে।'
উঠে সজনে প্রান্তরে লােকলােকান্তরে যশােগাথা কত ছন্দে হে -
ওই ভবশরণ, প্রভু, অভয় পদ তব সুর মানব মুনি বন্দে হে॥