![]() |
Aamar Ei Rikto Daali (আমার এই রিক্ত ডালি দিব তােমারি পায়ে) - Rabindra Sangeet |
আমার এই রিক্ত ডালি দিব তােমারি পায়ে।
দিব কাঙালিনীর আঁচল তােমার পথে পথে বিছায়ে ॥
যে পুষ্পে গাঁথ পুষ্পধনু তারি ফুলে ফুলে হে অতনু,
আমার পূজা-নিবেদনের দৈন্য দিয়াে ঘুচায়ে ॥
তােমার রণজয়ের অভিযানে তুমি আমায় নিয়াে,
ফুলবাণের টিকা আমার ভালে এঁকে দিয়াে দিয়াে!
আমার শূন্যতা দাও যদি সুধায় ভরি দিব তােমার জয়ধ্বনি ঘােষণ করি-
ফাল্গুনের আহ্বান জাগাও আমার কায়ে দক্ষিণবায়ে ॥