Aamar Ja Aache (আমার যা আছে আমি সকল দিতে পারি নি তােমারে নাথ) - Rabindra Sangeet |
আমার যা আছে আমি সকল দিতে পারি নি তােমারে নাথ-
আমার লাজ ভয়, আমার মান অপমান, সুখ দুখ ভাবনা॥
মাঝে রয়েছে আবরণ কত শত, কতমতাে-
তাই কেঁদে ফিরি, তাই তােমারে না পাই,
মনে থেকে যায় তাই হে মনের বেদনা ॥
যাহা রেখেছি তাহে কী সুখ-
তাহে কেঁদে মরি, তাহে ভেবে মরি।
তাই দিয়ে যদি তােমারে পাই কেন তা দিতে পারি না?
আমার জগতের সব তােমারে দেব, দিয়ে তােমায় নেব-বাসনা॥
Aamar Ja Aache (আমার যা আছে আমি সকল দিতে পারি নি তােমারে নাথ) - Rabindra Sangeet