Aamar Praaner Maajhe Sudha (আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি) - Rabindra Sangeet |
আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি-
হায় বুঝি তার খবর পেলে না।
পারিজাতের মধুর গন্ধ পাও কি-
হায় বুঝি তার নাগাল মেলে না॥
প্রেমের বাদল নামল, তুমি জানাে না হায় তাও কি।
আজ মেঘের ডাকে তােমার মনের ময়ূরকে নাচাও কি।
আমি সেতারেতে তার বেঁধেছি, আমি সুরলােকের সুর সেধেছি,
তারি তানে তানে মনে প্রাণে মিলিয়ে গলা গাও কি-
হায় আসরেতে বুঝি এলে না।
ডাক উঠেছে বারে বারে, তুমি সাড়া দাও কি!
আজ ঝুলনদিনে দোলন লাগে,তােমার পরান হেলে না॥
Aamar Praaner Maajhe Sudha (আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি) - Rabindra Sangeet